চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১১টার পর এ ফল প্রকাশ করা হয়।
ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (admission.cu.ac.bd) মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
প্রসঙ্গত, শনিবার (১ মার্চ) তিন বিভাগীয় শহরে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিটটির অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ১২৩টি। আবেদন করেছেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী।