ঢাকাবৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী নদীতে অজ্ঞাত এক যুবকের পচা মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌপুলিশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৫, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অজ্ঞাত এক যুবকের পচা মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌপুলিশ।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালীর থানার ফিরিঙ্গী বাজার ব্রিজঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে ছিল কালো রঙের ফুল হাতা গেঞ্জি। মরদেহটি প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। পচে গিয়ে সারা শরীর ফুলে গেছে। মুখমণ্ডলও অনেকটা বিকৃত হয়ে গেছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি।

চট্টগ্রামের সদরঘাট নৌ পুলিশ থানার ওসি মো. একরাম উল্লাহ জানান, ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।