চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ। বাজারে ভোজ্য তেলের সংকট দীর্ঘস্থায়ী হওয়া এবং সরবরাহ বৃদ্ধি না পাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে চার দফা বৈঠক হলেও কোনো কার্যকর ফল না আসায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ পরিস্থিতিকে দুঃখজনক উল্লেখ করে ফরিদা খানম বলেন, “এবার আমি দেখতে চাই রাষ্ট্রের শক্তি বেশি না ব্যবসায়ীদের শক্তি। তেলের সাপ্লাই (সরবরাহ) যদি পর্যাপ্ত না হয় তবে গুদামে গুদামে অভিযান চালানো হবে।” তিনি আরও বলেন, “এ মিটিংই শেষ মিটিং। টিকে বা সিটি গ্রুপের মালিকদের যদি জেল দেওয়া হয় তাহলে তাদের কি সম্মান থাকবে। প্রয়োজনে ছাত্র সমন্বয়কদের নিয়ে অভিযানে নামবো। কীভাবে ভোক্তা তেল পাবে সে ব্যবস্থা করেন। না হয় রাষ্ট্রীয় পদ্ধতি অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। ব্যবসায়ীদের যে সম্মানের জায়গা রয়েছে তা কাজের মাধ্যমে রক্ষা করুন।”
মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত টাস্কফোর্সের সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক। এসময় তিনি ব্যবসায়ীদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম, যেখানে চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৬০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে সোমবার, চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে ভোজ্য তেলের সংকট সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। এরপর তেল উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদার ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠকের আয়োজন করা হয়।