ঢাকাবুধবার, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণতান্ত্রিক ছাত্রসংসদে স্থান পেলেন চট্টগ্রামের ১০ তরুণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৪, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ২০৫ সদস্যের কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জেলার অন্তত ১০ তরুণ দায়িত্ব পেয়েছে। তাদের মধ্যে অন্যতম শীর্ষ পদ ‘জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব’ হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের শিক্ষার্থী আল মাসনুন। বাকী ৯ জনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি ও মাহফুজুর রহমানকে যুগ্ম আহ্বায়ক, মহসীন কলেজের শিক্ষার্থী এজিএম বাপ্পী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিজাউর রহমান ও হাটহাজারী মাদ্রাসার আবরার কাউসারকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

এর বাইরে চট্টগ্রাম কলেজের মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরএম রাশিদুল হক দিনারকে সংগঠক এবং সিটি কলেজের মোহাম্মদ সালেহ মাসুম ও পটিয়া মাদ্রাসার নাহিন শিকদারকে সদস্য করা হয়েছে। তাদের প্রায় সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বয় করেছিলেন। পরবর্তীতে গঠিত আহ্বায়ক কমিটির দায়িত্বে ছিলেন রিজাউর রহমানসহ কয়েকজন। অবশ্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটি ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নিয়েছেন রিজাউর রহমান। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সমন্বয়ক আরিফ মঈনুদ্দিনকে।

জানতে চাইলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম। দেশের রাজনৈতিক বাস্তবতায় ছাত্ররাজনীতির নতুন বন্দোবস্ত করতেই নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আত্মপ্রকাশ করেছে। নতুন এই ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা শিক্ষা, ঐক্য ও শিক্ষার্থীদের মুক্তির কথা বলতে চাই।

আরেক যুগ্ম সদস্য সচিব এজিএম বাপ্পী বলেন, আমরা চিরাচরিত লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির বিলোপ ঘটিয়ে দেশে নতুন ধারার ছাত্ররাজনীতির প্রচলন করতে চাই। চাটুকারিতা বাদ দিয়ে সত্যিকারের শিক্ষার্থীবান্ধব রাজনীতির প্রচলন করতে চাই।