ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৪, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেরছন আনোয়ারা সার্কেলের সহকারী কমিশনার সোহানুর রহমান সোহাগ এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

জানা গেছে, সকালে সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে রাতে মরদেহ গাড়ি থেকে ফেলে গেছে দুর্বৃত্তরা। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না। পরে খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে সড়কে পাশে রেখে চলে গেছে।’