ঢাকাবুধবার, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইইউবিতে দেশের প্রথম জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৪, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান গবেষণার নতুন দিগন্ত খুলে দিল ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)। দেশের প্রথম একাডেমিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র Centre for Astronomy, Space Science and Astrophysics (CASSA) প্রতিষ্ঠার মাধ্যমে মহাবিশ্ব নিয়ে গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে।

CASSA বর্তমানে গ্যালাক্সির শ্রেণিবিন্যাস, কসমিক হাইড্রোজেন পর্যবেক্ষণ, এবং আন্তঃগ্যালাক্টিক গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছে। কেন্দ্রটি Small Transient Array Radio Telescope (START) নির্মাণ করছে, যা বাংলাদেশের প্রথম রেডিও টেলিস্কোপ হবে।

CASSA-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. খান মোহাম্মদ বিন আসাদ বলেন, “আমাদের লক্ষ্য গবেষণার পরিসর বাড়ানো ও নতুন জ্যোতির্বিজ্ঞানীদের যুক্ত করা।” ইতিমধ্যে CASSA কানাডার University of Toronto-এর সঙ্গে মিলে Durbin বিজ্ঞান সচেতনতা কর্মসূচি চালু করেছে, যা সাধারণ মানুষকে মহাবিশ্ব পর্যবেক্ষণের সুযোগ দিচ্ছে।

বর্তমানে IUB-ই একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে Astronomy & Astrophysics বিষয়ে মাইনর ডিগ্রি নেওয়া যায়। ভবিষ্যতে মাস্টার্স ও PhD প্রোগ্রাম চালুর পরিকল্পনা রয়েছে।

CASSA বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞান গবেষণার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়