ঢাকাবুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চবির বহুল আলোচিত আল মাসনূন বাগছাসের কেন্দ্রীয় কমিটিতে

চবি প্রতিনিধি, সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থানের চেতনায় গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) তাদের কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাসনূন
কে মনোনীত করেছে।

চবি থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এই অর্জন ক্যাম্পাসজুড়ে উচ্ছ্বাস ছড়িয়েছে। শিক্ষার্থীরা বলছেন, “এটা শুধু মাশনুনের নয়, পুরো চবির জয়!”

তার সহযোদ্ধাদের মতে, “গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকারের লড়াইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নতুন মাত্রা পেল। আল মাসনূন শুধু একজন নন, তিনি হাজারো স্বপ্নবাজ শিক্ষার্থীর কণ্ঠস্বর।”

মাশনুনের বন্ধু মাখদুম আল জাফরি সিটিজি পোস্টকে জানান, “বাগছাসের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব পাওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি চবি শিক্ষার্থীদের লড়াকু মনোভাবের প্রতিচিত্র। গণতন্ত্রের পক্ষে সোচ্চার, শিক্ষার্থীদের অধিকারের দাবিতে সরব— এমন এক কর্মীর জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একজনই সুযোগ পেয়েছেন, তবে তিনি শুধু একজন নন, তিনি হাজারো স্বপ্নবাজ বিপ্লবী শিক্ষার্থীর প্রতিনিধি। দেশ গড়ার আন্দোলনে চবির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে— এই প্রত্যাশা নিয়েই উল্লাসে মাতোয়ারা তার বন্ধুরা, সহযোদ্ধারা।