ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা ২০২৫”

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো “চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ ফেব্রুয়ারি, শহীদ মিনার প্রাঙ্গণে। জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার সার্বিক সহযোগিতায় আছে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (CU-RHS)।

মেলায় ১২০টির বেশি স্টলে গবেষণা ও উদ্ভাবন উপস্থাপিত হবে। অংশ নেবে ৭ অনুষদের ৪৭ বিভাগ, ৩৪ গবেষণা ল্যাব ও চট্টগ্রামের ১৫টি গবেষণা ইনস্টিটিউট। থাকবে “কুশল গবেষক” প্যাভিলিয়নে স্কুল শিক্ষার্থীদের গবেষণা, “হাইলাইটেড রিসার্চ টক,” এবং “প্রতিষ্ঠানিক আলোচনা”। এ আয়োজনের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনের প্রচার-প্রসার, শিক্ষার্থী ও গবেষকদের গবেষণার প্রতি আগ্রহী এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরা হবে।

প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ উপদেষ্টা সায়দা রিজওয়ানা হাসান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে রোবট প্রদর্শনী, স্মারক বক্তৃতা ও “জামাল নজরুল ইসলাম গবেষণা অ্যাওয়ার্ড” প্রদান