চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ২০২৫ সালের হাল্ট প্রাইজ প্রতিযোগিতার সেমি-ফাইনাল রাউন্ডের আয়োজন করা হয়েছে। বিশ্ব পরিবর্তনের লক্ষ্যে উদ্ভাবনী আইডিয়া নিয়ে লড়াই করছে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আইডিয়া মূল্যায়ন, পরামর্শ ও অনুপ্রেরণা দেবেন খ্যাতনামা বিচারকরা। কারা ফাইনালে নিজেদের স্থান পাকাপোক্ত করবে, তা নিয়ে উত্তেজনা চরমে।
বিচারক প্যানেলে রয়েছেন কারিন সাফফানা, যিনি হাল্ট প্রাইজ ফাইনালিস্ট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং বিচারক ও অংশগ্রহণকারী ব্যবস্থাপনা প্রধান, এইচপিসিইউ ২০২৪/২৫। এছাড়া রয়েছেন আসমা বিনতে রশীদ, যিনি হাল্ট প্রাইজ ফাইনালিস্ট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), বিচারক ও মেন্টর, সিজিএস বিজনেস সামিট ২০২৪, ডকুমেন্টেশন ও কন্টেন্ট রাইটিং প্রধান, এইচপিসিইউ ২০২৪/২৫ এবং যৌথ সাধারণ সম্পাদক, ব্যাংকিং ফেলো ফর লিডারশিপ ডেভেলপমেন্ট।
এছাড়াও বিচারক হিসেবে আছেন কাজী মুহাইমিনুল ইসলাম মুন্নাজ, যিনি হাল্ট প্রাইজ ফাইনালিস্ট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ব্র্যান্ডিং ও গ্রাফিক্স প্রধান, এইচপিসিইউ ২০২৪/২৫, বিচারক ও মেন্টর, সিজিএস বিজনেস সামিট ২০২৪ এবং কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পাদক, চট্টগ্রাম ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি।
প্রতিযোগিতার এই পর্বে কারা এগিয়ে যাবে, তা নিয়ে উৎসাহিত সবাই। ফাইনালের জন্য প্রস্তুত হোক আগামীর উদ্যোক্তারা