ঢাকারবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিবর্তিত হচ্ছে চবির ৬ স্থাপনার নাম

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছয়টি স্থাপনার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে, সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে বহিষ্কারের সুপারিশপ্রাপ্ত ৯ শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী, গণঅভ্যুত্থানে শহীদ হওয়া চবির দুই শিক্ষার্থীর নামে দুটি হল ও একটি ভবনের নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ ফরহাদ হোসেন হল’, আবু ইউসুফ ভবনের পরিবর্তিত নাম করা হয়েছে ‘শহীদ হৃদয় তরুয়া ভবন’। এছাড়াও, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিজয় ২৪’, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম ‘নবাব ফয়জুন্নেছা হল’, বঙ্গবন্ধু উদ্যানের পরিবর্তিত নাম ‘জুলাই বিপ্লব উদ্যান’ এবং শেখ কামাল জিমনেসিয়ামের নতুন নাম ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম’ করা হয়েছে।

এদিকে, গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে ৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। সিন্ডিকেট সভা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত চবি ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেক শিক্ষার্থী এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখলেও, কিছু শিক্ষার্থী ও শিক্ষক মহল বিষয়টি নিয়ে মতবিরোধ প্রকাশ করেছেন