ঢাকাশনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের নেতাকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শিবগঞ্জে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের ছুরিকাঘাতে আহত শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হামলার এই ঘটনায় শহীদুল ছাড়াও উপজেলা নাগরিক ঐক্যের সদস্য এনামুল হক আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করেছে নাগরিক ঐক্য। শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের নেতৃত্বে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করেছে দলটি। তবে বিএনপি নেতারা হামলার অভিযোগ নাকচ করে দিয়ে বলছেন, নাগরিক ঐক্যের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলা হতে পারে।

হামলাকারীদের ছুরিকাঘাতে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামের বাঁ চোখ ও কোমরে জখম হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিলেন। উপজেলা সদরের সোনালী ব্যাংকসংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ হামলা করে।

হামলার খবর পেয়ে রাতেই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তারা জড়িতদের গ্রেপ্তারে আশ্বাস দেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে শহীদুল ইসলাম ছুরিকাহত হন। এ ব্যাপারে এখনো কারও বিরুদ্ধে তিনি অভিযোগ করেননি।

নাগরিক ঐক্যের প্রতিবাদ

নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। এই হামলার জন্য বিএনপি ও যুবদল নেতাকর্মীদের দায়ী করে আজ শুক্রবার এক বিবৃতিতে তারা বলেন, ৫ আগস্ট–পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের হামলা কেবল কাপুরুষদের দ্বারাই সম্ভব। এই হামলা নারকীয় এবং পৈশাচিক মানসিকতার বহিঃপ্রকাশ। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়া নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী, রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিবৃতিতে। হামলার বিষয়ে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, নাগরিক ঐক্যের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব আছে। আহ্বায়ক এবং সদস্যসচিবের নেতৃত্বে উপজেলার নেতারা দুই ভাগে বিভক্ত। এর জেরে তারা নিজেরাই এই হামলার ঘটনা ঘটাতে পারেন। উপজেলা বিএনপি কোনোভাবেই হামলার সঙ্গে জড়িত নয়।

সংগঠনে কোন্দল থাকার কথা স্বীকার করলেও হামলার সঙ্গে নিজেরা জড়িত নয় বলে দাবি করেছেন উপজেলা নাগরিক ঐক্যের সদস্যসচিব আব্দুল বাসেদ। তিনি বলেন, আহ্বায়ক শহীদুল ইসলাম গুটিকয় নেতাকর্মী নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যান। সেখান থেকে ফেরার পথে বিএনপির লোকজন তার ওপর এই হামলা চালিয়েছে।