ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুপ্ত রাজনীতি বন্ধে ঢাবি ছাত্রদলের মিছিল, দায় চাপানোর প্রতিবাদ ছাত্রশিবিরের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রশিবিরের বিরুদ্ধে সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে একই স্থানে ‘সংক্ষিপ্ত’ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, “এমসি কলেজের একজন শিক্ষার্থী মনের আকাঙ্ক্ষা থেকে ‘গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, গুপ্ত না থেকে ওপেন স্পেসে এসে রাজনীতি করুন’- এমন স্ট্যাটাস দেন। এ কারণে একাত্তরের পরাজিত শক্তি ছাত্রশিবির তাকে বেধড়ক মারধর করেছে।

“যেকোনো সাধারণ শিক্ষার্থী যেকোনো ধরনের মানুষ যৌক্তিক সমালোচনা করবে। আমরা আমাদের মতামতের সঙ্গে সমন্বয় করে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করি। কিন্তু তারা এখনও রগ কাটার চেষ্টা করেছে।”

তিনি বলেন, “তারা মতামতকে গ্রহণ না করে রগ কাটার মত অপরাধ করার চেষ্টা করেছে। যখনই এই গুপ্ত সংগঠন অবাধে চলাচলের সুযোগ পায়, তখন সে তার মত করে বিভ্রান্তি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের ‘ট্রমা’র মধ্যে রেখে দেয়।”

ছাত্রশিবিরকে উদ্দেশ করে গণেশ চন্দ্র রায় বলেন, “আপনাদের উচিত ছিল ২০২৪ সালের ৫ অগাস্টের পর জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চেয়ে প্রকাশ্যে রাজনীতির সুযোগ তৈরি করা।

“কিন্তু আপনারা আধিপত্য বিস্তারের জন্য একের পর এক মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে নামে বেনামে সংগঠনের দোকান খুলে বসেছেন।”

তিনি বলেন, “ছাত্রদলের পেছনে লাগবেন না। যৌক্তিক সমালোচনা করুন। অসৎ উদ্দেশ্য হাসিল করার কোনো ষড়যন্ত্র করলে গণতান্ত্রিকভাবে মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে।

“যদি কেউ রাজনীতিবিদ হতে চান তাহলে ছাত্রদল সর্বোচ্চ সহায়তা করবে। কিন্তু যদি দেখি গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন, তাহলে আমরা আপনাদের প্রতিহত করব।”

ফেসবুকে মন্তব্যের জেরে বুধবার রাতে সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে।

আহত মিজানুরের অভিযোগ, এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্নার উপস্থিতিতে তাকে মারধর করা হয়।

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে মিজানুর রহমান নামের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে গত দু’দিনে সিলেটে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ একাধিক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এসব কর্মসূচি থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ছাত্রদলের বিক্ষোভ

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নগরের কাজলশাহ এলাকা থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এক বিক্ষোভ মিছিল বের করে। এমসি কলেজে মিজানুর রহমানকে পেটানোর ঘটনার প্রতিবাদে আয়োজিত এ মিছিল নগরের চৌহাট্টা এলাকায় এসে রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়। কর্মসূচিতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হোসেন আহমদ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা দেলোয়ার বলেন, এমসি কলেজে এক মেধাবী ছাত্রের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। মব জাস্টিট হয়েছে। এই কালচার থেকে সরে আসুন। ছাত্রলীগ অতীতে কুকর্ম করেছে, এখন কোনো ছাত্রসংগঠন যেন ক্যাম্পাসকে আর কলুষিত না করে। গুপ্ত রাজনীতিকে মানুষ পছন্দ করে না। ছাত্রদল এসব প্রতিহত করবে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সব সময় ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা রাখছে। এমসি কলেজের শিক্ষার্থী পেটানোর ঘটনায় যে বা যারা সম্পৃক্ত, সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এদিকে বৃহস্পতিবার বিকালে মিজানুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখা। কর্মসূচিতে সংগঠনের সিলেট মহানগরের সভাপতি হুসাইন আহমদ, পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরে প্রতিবাদ সমাবেশ

অন্যদিকে শুক্রবার বাদ জুমা নগরের আম্বরখানা পয়েন্ট থেকে ছাত্রশিবির একটি প্রতিবাদ মিছিল বের করে। এটি নগরের চৌহাট্টা এলাকায় এসে এক সমাবেশে মিলিত হয়। এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানো, কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা এবং তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

ছাত্রশিবিরের মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ। এ সময় সিলেট মহানগরের সেক্রেটারি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মিছিলে মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সমাবেশে শাহীন আহমদ বলেন, ‘এমসি কলেজের দুই পক্ষের হতাহতের ঘটনার দায় শুরু থেকেই ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা চলে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ছাত্রদল নতুন বাংলাদেশে আবারও ট্যাগিংয়ের রাজনীতি সক্রিয় করে নির্যাতন ও সন্ত্রাস কায়েম করতে যাচ্ছে।’ বাংলাদেশে আর ত্রাসের রাজত্ব চলবে না উল্লেখ করে শাহীন আহমদ আরও বলেন, ট্যাগিংয়ের নামে নির্যাতন-নিপীড়ন চলবে না। আধিপত্যের নামে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না।

উল্লেখ্য, বুধবার রাত ১২টার দিকে এমসি কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থী মো. মিজানুর রহমানকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। তিনি আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সহ-তথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্পাদক।