ঢাকারবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়তলীতে অটোরিকশা যাত্রীর কাছ থেকে দেশীয় পিস্তল উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে সিএনজিচালিত একটি অটোরিকশার যাত্রীকে তল্লাশি করে দেশিয় অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাজীক্যাম্প এলাকায় বসানো চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে দেশিয় তৈরি দুটি এলজি জব্দ করা হয়েছে।

জানা গেছে, বেলাল একসময় বেকারির গাড়িতে কাজ করতেন। বর্তমানে তিনি কিছুই করেন না।

ওই যুবককে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।

ওসি বাবুল আজাদ বলেন, ‘সকালে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে দুটি দেশিয় এলজিসহ বেলালকে আটক করা হয়। তিনি সিএনজি অটোরিকশা নিয়ে বায়েজিদ এলাকার দিকে যাচ্ছিলেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।’