বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে। কমিটিতে রিজাউর রহমানকে আহ্বায়ক, আরিফ মইনুদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল হাসান মধুকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের মধ্যে রিজাউর রহমান এবং আরিফ মইনুদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর মাহমুদুল হাসান মধু চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।
এই কমিটি আগামী ছয় মাস চট্টগ্রাম মহানগরে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের সংগঠিত করতে কাজ করবে বলে জানা গেছে।