ঢাকাবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেইসবুকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিলো রনি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সাম্প্রতিক সময়ে নুরুল আজিম রনি নামে এক সন্ত্রাসী ফেসবুকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক ভয়াবহ নজির স্থাপন করেছে। তার এই নিকৃষ্ট মন্তব্য সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড় তুলেছে।

 

রনি তার পোস্টে লিখেছেন—

 

“একবার চুমু দিলেও ছাত্রলীগ হয়ে বাচ্চা প্রসব করবে তোর মা-বোনেরা। খারাপ কথাটা বললাম না। বাকিটা কমেন্টে.. ডট ডট..”

 

 

এমন মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পুতুল তিতাস চৌধুরী নামের একজন সিটিজি পোস্টকে জানান, “এ ধরনের ভাষা যে কোনো সভ্য সমাজে অগ্রহণযোগ্য। এটি কেবল নারীদের প্রতি চরম অবমাননাকর মন্তব্য নয়, বরং ছাত্রলীগের মতো একটি জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে ক্ষমতার আস্ফালন ও সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ। এই বক্তব্য ধর্ষণকে নির্লজ্জভাবে স্বাভাবিকীকরণ করার পাশাপাশি রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সহিংসতার সংস্কৃতিকে উসকে দেয়।”

 

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে সহিংস ও অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রবণতা বাড়ছে। এর বিরুদ্ধে ওয়াজেদা হাসনাত নামের একজন তরুণ মানবাধিকার কর্মী জানান, “জনসচেতনতা গড়ে তোলা ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। যদি এখনই এই ধরনের মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়ানো হয়, তাহলে আগামী দিনে এর ভয়াবহতা আরও বাড়বে। প্রশ্ন থেকে যায়—এই বাংলাদেশ কি ধর্ষণের হুমকিদাতাদের স্বর্গরাজ্য হয়ে উঠছে?”