চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকের গায়ে হাত তোলার অপরাধে একজনকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ধর্ম অবমাননার ঘটনায় ২ জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এ ব্যাপারে প্রাতিষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা অথবা ঘোষণা দেখা যাচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রেস উইং বা ওয়েবসাইটে।
এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে একজন সাবেক শিক্ষার্থী সিটিজিপোস্টকে জানান, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনোকিছু অফিশিয়ালি প্রকাশ করে নি। এর মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) শিক্ষার্থীদের নাম ও বিভাগসহ তাদের ফেইসবুক পেইজে প্রকাশ করে। যে কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত প্রকাশ করে নি, তা কখনোই চবিসাস প্রকাশ করতে পারে না। এটা তো বি টিমের মতো হয়ে গেলো না?”
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।