ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। একই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো, জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর এলাকার মৃত হাজী নুর সোবাহান মৃত হাজী নুর সোবাহানের ছেলে সাইফুল ইসলাম (৩৭) ও একই থানায় উত্তর সোনাপাহাড় এলাকার জহির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩১)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী থেকে চট্টগ্রাম নগরের দিকে নিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা সাইফুল ইসলাম ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে প্রাইভেটকারের ড্রাইভারের সিটের নিচে স্কচটেপ দ্বারা মোড়ানো ৮টি প্যাকেট থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।