ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ কক্সবাজারে ৩ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর৷

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কোটবাজারে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়নের রোহিঙ্গা মৃত মোহাম্মদ হোসেন স্ত্রী নুর বেগম (২৬), টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকার জুলেখা বেগম (৩০), টেকনাফের হ্নীলা ইউনিয়নের মো ইসমাইলের স্ত্রী হামিদা বেগম (২৫)।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি গাড়িতে মাদকদ্রব্য আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি থামিয়ে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে ৩ নারী মাদক কারবারির কাছে থাকা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়৷ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হবে৷