কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্ত রেখার একটি গাছে সিসি ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ। এর প্রতিবাদ জানিয়ে সিসি ক্যামেরা খুলে নিতে প্রতিবাদপত্র দিয়েছে বিজিবি।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বিজিবি ও বিএসএফ’র কয়েক দফায় ফ্লাগ মিটিংয়ে দুই পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে রোববার রাতে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি সিসি ক্যামেরা স্থাপন করে। এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদটি দু’দেশের সীমান্ত রেখার নো-ম্যানস ল্যান্ডে অবস্থিত। দেশভাগের আগে স্থাপন করা এ মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষ নামাজ আদায় করে আসছে।