ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
রোববার বিকেলে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য জানান।
প্রায় ঘণ্টা ব্যাপী বৈঠকে অনুষ্ঠিত হয় তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে সকালে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রোকন উদ্দিনের সঙ্গে চীন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নেতৃত্বে বিএনপির এবং সমমনা দলের একটি প্রতিনিধিদল চীন সফরে যাওয়ার কথা রয়েছে।