ঢাকাবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় যাবে এই ভয়ে বিএনপিকে ঘায়েল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে : মির্জা আব্বাস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে বিএনপিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুনবাগিচা হাইস্কুল মাঠে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। বিএনপিকে ইসলামবিরোধী দল হিসেবেও বলার চেষ্টা করা হচ্ছে।’

সরকারের উদ্দেশ্যে আব্বাস বলেন, ‘সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। ৩১ দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে। ২০২৩ সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে।’

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না।’

বিদেশে বসে অনেকে তরুণদের অতিউৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘অনেকে গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ সময় পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি। জুলাই-আগস্টেও সরকারের পতনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিএনপি।’