রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হল ও মসজিদে কোরআন শরীফ পোড়ানো মামলায় বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম মো. ফেরদৌস রহমান ফরিদ (২২)। তিনি ময়মনসিংহের ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের মো. মজিবর রহমানের ছেলে। ফরিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র।
জানা গেছে, গত ১২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের মসজিদের মেঝে ও শেলফে কোরআন শরীফ পোড়ানো অবস্থায় পাওয়া যায়। হলগুলো হলো, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হাবিবুর রহমান হল, মাদার বখস হল, মতিহার হল, সোহরাওয়ার্দী হল, শেরে বাংলা একে ফজলুল হক হল ও শহীদ আমির আলী হলের মুক্তমঞ্চ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ জানায়, মামলাটির তদন্তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ করা হয়। তদন্তে ঘটনার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।এরপরই অভিযান চালিয়ে ফরিদকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফেরদৌস রহমান ফরিদ ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তার বক্তব্যসহ অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।