ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাইফকান্ডে জড়িত ব্যক্তি বাংলাদেশি নন : আইনজীবী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি বলিউড তারকা সাইফ আলি খানের মুম্বাইয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা। এ ঘটনায় মুম্বাই পুলিশ জানায়, হামলাকারী ব্যক্তি মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। খবর হিন্দুস্থান টাইমসের।

 

তবে হামলাকারী ব্যক্তির আইনজীবী সন্দীপ শিখান সাংবাদিকদের বলেন, তাদের কাছে কোনো প্রমাণ নেই যে তিনি বাংলাদেশি।

 

তিনি আরও বলেন, পুলিশের দাবি যে অভিযুক্ত ছয় মাস আগে মুম্বাইতে এসেছেন, কিন্তু সেটা ভুল কথা। তিনি এখানে ৭ বছরের বেশি সময় ধরে পরিবারের সঙ্গে মুম্বাইতে আছেন।

 

আরেক আইনজীবী দীনেশ প্রজাপতি বলেছেন, পুলিশ যে কারণ দেখিয়ে তাকে হেফাজতে নিতে চেয়েছিল, তা যথেষ্ট নয়। অভিযুক্তের সমর্থনে আমরা বলেছিলাম, তার কাছ থেকে কিছুই উদ্ধার করা হয়নি। পুলিশ এমন কোনো নথি দেখাতে পারেনি, যা প্রমাণ করে সে বাংলাদেশি নাগরিক।

 

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছেন। অভিযুক্ত জানতেন না যে তিনি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করছেন।

 

এদিকে, পুলিশ অভিযুক্ত ব্যক্তির ১৪ দিনের রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। কিন্তু আদালত পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন। ২৪ জানুয়ারি পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকবেন।