ঢাকারবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি : রিজভী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে আমরা সমালোচনা করব। কিন্তু আমাদের কার্যক্রম হবে সহযোগিতামূলক। এটাই গণতান্ত্রিক পরিবেশের সৌন্দর্য। এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এমন কার্যক্রম প্রত্যাশিত নয়। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। গণতান্ত্রিক দেশের ওপর একটি নির্দিষ্ট পক্ষের বয়ান চাপিয়ে দেয়া ভালো কাজ নয়

তিনি আরও বলেন, প্রতিবিপ্লব সবসময় উঁকি মারতে থাকে। তাই আমরা যেন কোনো ভুল না করি। নৈরাজ্যের ফলে কেউ যেন কোনো সুফল ভোগ না করতে পারে।

একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, বিশ্বে ড. মুহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এতে ভারতের মিডিয়াও জড়িত। ষড়যন্ত্রকারীরা অপপ্রচার করে ড. ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে মিলিয়ন ডলার খরচ করছে বলেও অভিযোগ করেন তিনি।