ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ম্যাডোনা-পোপের চুমু বিতর্ক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস পপ তারকা ম্যাডোনাকে জড়িয়ে চুমু খাচ্ছেন, এমন এক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ছবিটি ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে পোপের ভক্তদের মাঝে। তবে, ছবিটি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, ম্যাডোনার সঙ্গে পোপের অন্তরঙ্গ ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ম্যাডোনা। এর পরই এই ডিপফেক ছবি ও এআই ভিডিও নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

 

যদিও পোপ ফ্রান্সিস অনেক আগেই ডিপফেক প্রযুক্তি নিয়ে সতর্ক করেছেন। গত বছরের মার্চে ভাইরাল হওয়া একটি ছবিতে তাকে বালেন্সিয়াগারে একটি পাফার জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছিল।

 

পরে জানা যায়, সেই ছবিটিও এআই দ্বারা তৈরি করা হয়। এই ছবিটি এতোটাই বাস্তব হয়েছিল যে, বহু মানুষ এটিকে সত্য বলে ধরে নিয়েছিলেন। তবে পোপ নিজে এই ধরনের ছবি নিয়ে সতর্ক করেন।