ঢাকারবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে নবগঠিত কমিটির দুই নেতা বেলায়েত হোসেন বুলু ও জমির উদ্দিন নাহিদ বলেন, কেন্দ্রের নির্ধারণ করে দেওয়া সময়সীমার মধ্যে আহ্বায়ক কমিটি জমা দেওয়া হবে।

এর আগে ২০১৮ সালের ২৬ জুলাই এইচ এম রাশেদ খানকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ২০২০ সালের ২২ সেপ্টেম্বর আকার বৃদ্ধি করে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ করা হয়।