ঢাকাবৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চবির হাসিনা হল থেকে দলবেঁধে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর হামলা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

৬ ফেব্রুয়ারি মধ্যরাতে ফ্যাসিবাদবিরোধী ছাত্ররা ফ্যাসিবাদের চিহ্ন ভাঙচুর করতে গেলে চবির জননেত্রী শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা দলবেঁধে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর হামলা করে। এই ঘটনায় একজন শিক্ষার্থী আহত হন।

৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে লাইভে ভাষণ দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষার্থীরা ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার কর্মসূচি গ্রহণ করে। সেই প্রেক্ষিতে চবির ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরাও জননেত্রী শেখ হাসিনা হলে সামনে নৌকার ভাস্কর্যটি ভাঙচুর শুরু করে। তখন শেখ হাসিনা হলে আবাসিক শিক্ষার্থীরা ভাঙচুরকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ পারভেজ সিটিজি পোস্টকে দেওয়া তার বক্তব্যে জানান, ” ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার লাইভে ভাষণের প্রতিবাদে দেশজুড়ে ফ্যাসিবাদের চিহ্ন গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় তাই হাসিনার নামে যে হল আছে সে হলের সামনে ফ্যাসিবাদের চিহ্ন এখনো জ্বলজ্বল করছে যা একটি নৌকার ভাস্কর্য, সেটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা গুঁড়িয়ে দিতে গেলে কিছু সংখ্যক ফ্যাসিবাদের দোসর যারা হলে এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা আমাদের অস্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের একজন শিক্ষার্থী আহত হয়। আমরা শিক্ষার্থীদের এই ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছি ।”