ঢাকাবুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় আজ বুধবার বিকেলে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আয়োজকদের দাবি, তারা পতিত ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনার নীতি, লাইভে বক্তব্য প্রদান ও এর ঘোষণার বিরুদ্ধে প্রতীকীভাবে প্রতিবাদ জানাতে তার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন।

 

বিকাল ৪টা থেকে চেরাগি পাহাড় মোড়ে এ কর্মসূচি শুরু হয়, যেখানে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এ কর্মসূচির উদ্দেশ্য জনগণের ক্ষোভ প্রকাশ করা এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি তোলা।

 

উক্ত কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবি শ্রমজীবী