আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোরালো দাবি তুলেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ শুধু ফ্যাসিবাদী শাসনই চালাচ্ছে না, বরং সরাসরি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধেও লিপ্ত। তারা সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আলোকে আওয়ামী লীগের বিচার দাবি করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই আওয়াজ আমরা তুলছি। আমরা এই সংগঠনকে গণহত্যার জন্য অভিযুক্ত করছি এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার দাবি করছি।”
বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে একের পর এক গুম, খুন ও দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। তারা আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা, যারা সকলেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবি জানান এবং জনগণকে গণআন্দোলনে নামার আহ্বান জানান।