ঢাকারবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে খুলনার ‘শেখবাড়ি’

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন শেরেবাংলা রোডের শেখবাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে কিছু শিক্ষার্থীরা জড়ো হয়ে শেরেবাংলা রোডের শেখবাড়ির গেট ভাঙচুর করে। এ সময় ভবনের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, যারা বিগত ১৬ বছর ধরে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, এই দেশের অর্থ পাচার করেছে, গুম করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের ঠাঁই এই বাংলাদেশের আর হবে না। এজন্য তাদের সকল অস্তিত্ব মুছে ফেলা হবে। শিক্ষার্থীরা আরও ঘোষণা দেয় আওয়ামী লীগের সকল ধরনের দুর্গ আগামীতে নিশ্চিহ্ন করা হবে।