চট্টগ্রামের অমর একুশে বইমেলা ২০২৫ এ দেখা মিললো হাসিনা বিন এর। পতিত স্বৈরাচারী সরকার আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত এই ডাস্টবিনটি স্ব-উদ্যোগে বসিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম জেলা সমন্বয়ক আরিফ মইনুদ্দিন।
এ ব্যাপারে আরিফ মইনুদ্দিন সিটিজিপোস্টকে জানান, “বিগত ১৬ বছর ধরে শেখ হাসিনা স্বৈরাচার এবং জুলুম নির্যাতন এ দেশের জনগণের উপর চালিয়েছিলো এবং গণ অভ্যুথানের মধ্যে দিয়ে তার যে পরিণতি, সেটি মানুষের কাছে স্মরনীয় করে রাখতে চাই। যাতে করে বাংলদেশে কোনো নতুন ফ্যাসিস্ট এর জন্ম না হয়, এবং স্বৈরাচার এর পরিণতি দেখে জনগণ যেন সতর্ক হয়।”
সাকলাইন হামিদ নামের একজন স্কুল ছাত্র জানান, “আমি আসলে বই পড়তে পছন্দ করি না। কিন্তু এই ডাস্টবিনটা আমাকে অনেক আনন্দ দিয়েছে।”
জান্নাতুল ফেরদৌস নামের একজন কলেজছাত্রী জানান, “বইমেলায় এবারে অনেকগুলো স্টলে কোনো নতুন বই-ই দেখছি না। যদিও সবে শুরু, তা-ও আমার মনে হয় এটা একটা দারুণ মার্কেটিং হয়েছে। যারা বই পড়ে না বা আগ্রহ কম, তারা শুধুমাত্র এই ডাস্টবিনটি দেখেও যে বইমেলায় আসছে, তা প্রশংসনীয়।”
পাঠক ছাড়াও এবারের বইমেলায় হাজারো দর্শকের অন্যতম আকর্ষণ এই হাসিনাবিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিনের সাথে ছবি তুলে আপলোড করছেন বিভিন্ন পেশাজীবি ও ছাত্র জনতা।