ঢাকারবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগ্রাবাদে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার সম্পন্ন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

উন্নয়নশীল দেশগুলোর মানব সম্পদ উন্নয়নে ১৯৫৯ সাল থেকে কাজ করে আসছে জাপানি সংস্থা এওটিএস (AOTS)। সেই কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের আগ্রাবাদে দুই দিনব্যাপী টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (TQM) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই-এর অ্যাডমিনিস্ট্রেটর হাফিজুর রহমান। সেমিনার পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. কামালুর রহমান এর সঞ্চালনায় এবং সিএএএস-এর সভাপতি লতিফ আনোয়ার চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন করাচি এওটিএস অ্যালুমনি সোসাইটি থেকে আগত সৈয়দ আরশাদ আলী। এতে চট্টগ্রামের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে পণ্যের মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ কর্মী তৈরিতে এওটিএস ও সিএএএস-এর ভূমিকা অপরিসীম।

 

সেমিনারের শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।