ঢাকাশুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোট জালিয়াতির জন্য দেড় বছরে করতে হচ্ছে ৫ বছরের কাজ : ডা. শাহাদাত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৩১, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভোট জালিয়াতির মাধ্যমে রেজাউল করিম চৌধুরীকে মেয়র বানিয়ে মেয়াদের সাড়ে তিন বছর আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে নগরের লালদিঘীর পাড়ে চসিক লাইব্রেরি মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

চসিক মেয়র বলেন, মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেরিয়েছি। এখনো সরেজমিনে যাচ্ছি। কারণ সাড়ে তিন বছর স্বৈরাচারি সরকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মাত্র দেড় বছর সময় পেয়েছি, সেখানের মধ্যে এখন তিন মাস চলে গেছে। আর মাত্র ১৩ মাস আমার বাকি আছে। কাজেই আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে।

তিনি বলেন, যে কাজ আমাকে পাঁচ বছরে করার কথা ছিল, সেই কাজ এখন দেড় বছরের মধ্যে করতে হবে। যার কারণে সকাল থেকে রাত ২টা পর্যন্ত আমাকে ঘুরতে হচ্ছে। তাই আপনাদের সঙ্গে আগে যেভাবে কথা হতো, সেটা এখন করতে পারছি না। তবে আপনাদের প্রতি আমার যে সহমর্মিতা থাকার কথা সেটা এখনো আছে।

টিসিবির কার্ডের বিষয়ে শাহাদাত হোসেন বলেন, আগেকার সময়ে আওয়ামী লীগ যেভাবে এক পরিবার থেকেই দু-তিনজনকে দিয়েছে, এবার সেভাবে হবে না। এক পরিবার থেকে শুধুমাত্র একজন হবে। দুজন হলেই ওই কার্ড বাতিল হবে। তাই এক পরিবার থেকে দুজন দিতে পারবেন না।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজার পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সহ সভাপতি মারিয়া সেলিম, রেজিয়া বেগম মুন্নী, যুগ্ম সম্পাদক শামসুন নাহার প্রেমা, জাহানারা বেগম প্রমুখ।