ঢাকাশুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ে ছাই ফিশারিঘাট এলাকার ৭ দোকান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৩১, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 চট্টগ্রাম নগরীর একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে নগরীর নতুন ফিশারিঘাটের চামড়ার গুদাম এলাকার ওমর আলী মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছ, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মার্কেটের ৭টি দোকান পুড়ে ছাই গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।