ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-খেলাফত মজলিশ বৈঠক, সাতটি বিষয় নিয়ে ঐক্যমত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২৪, ২০২৫ ১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং খেলাফত মজলিশের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করেছেন এবং সাতটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন। গতকাল (বুধবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। খেলাফত মজলিশের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এবং মহাসচিব আহমেদ আবদুল কাদের। প্রতিনিধি দলে আরো ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং আবদুল জলিল।

 

বৈঠক শেষে খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের সাংবাদিকদের জানান, তারা সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। এর মধ্যে অন্যতম ছিল আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা। তিনি আরও বলেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য গঠনে সম্মতি জানানো হয়েছে। এছাড়া, ৫ আগস্টের বিপ্লবের মূল উদ্দেশ্য রক্ষা এবং দেশের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।

 

বৈঠকে জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ শাসনতন্ত্র আন্দোলনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা বিষয়ে প্রশ্ন করা হলে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “এটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। রাজনীতি জনগণের কল্যাণের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়। যার সঙ্গে যার মতের মিল হবে, তারা একত্রে কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন।”

 

তিনি আরো বলেন, “আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে ঘোষণা করেছেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত আছেন, আগামীতে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ পাওয়া যায়, তবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করব।”

 

এই বৈঠকটি বিএনপি ও খেলাফত মজলিশের মধ্যে আরও গভীর সম্পর্ক প্রতিষ্ঠার এবং আগামী দিনগুলিতে রাজনৈতিক দৃশ্যপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা তৈরি করতে পারে।