চট্টগ্রামের সিইপিজেডে তুচ্ছ ঘটনার জেরে গতকাল বুধবার নির্মাণশ্রমিক ও পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। সেই জেরে আজ বৃহস্পতিবার সংঘাতের পর সিইপিজেডে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফা চলে এ ভাঙচুর।
বেপজার একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকদের ফের মারধর করেছে–এ ঘটনায় গুজব ছড়ানোয় বিক্ষুব্ধ হন শ্রমিকরা। এতে বিভিন্ন কারখানার শ্রমিকরা বেপজার নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানায় পুলিশ, যা সিইপিজেডের মূল সড়কে ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।
শ্রমিকদের আশ্বস্তের পর রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান সিইপিজেড থানার পরিদর্শক (অপারেশন) আফছার উদ্দিন রুবেল। তিনি বলেন, ‘বর্তমানে সিইপিজেড এলাকায় সেনাবাহিনী ও পুলিশ রয়েছে। পরিস্থিতি শান্ত থাকলেও, কারা শ্রমিকদের উসকানি দিচ্ছে–গুজব ছড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছি।’
এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে তিনজন লোক ঢুকে পড়েন। নির্মাণশ্রমিকেরা চোর ভেবে তাদের মারধর করে। কিন্তু পোশাকশ্রমিকদের দাবি, তিন শিশু ঢুকেছিল নির্মাণাধীন ভবনটিতে। এর মধ্যে একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি গাড়ি ভাঙচুর করেন উত্তেজিত শ্রমিকেরা।