বিএনপির গায়ে অন্য সিল মারলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপিকে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের দোসর এমন সিল মারার চিন্তা করবেন না। যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করছেন, তাদের পরিণতি ভালো হবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দল গঠন করবে, বিএনপি তাদের স্বাগত জানায়। তবে এনিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা করবেন না।
পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিভেদ সৃষ্টি হলে দেশ গণতন্ত্রের চেহারা কোনো দিন দেখতে পারবেনা বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস।
‘আবারে এক/এগারোর পায়তারা করছে করছে বিএনপি’ উপদেষ্টাদের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস জানান, ১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি।