ভারত সুযোগের অপেক্ষায় আছে। এখন ভেদাভেদ ভুলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে তারা অঙ্গরাজ্যে পরিণত করবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ২০১০ সালে শেখ হাসিনা আমাকে এক বছর জেলে রেখেছিল। পত্রিকাও কিছু দিনের জন্য বন্ধ করে দিয়েছিল। তখন আমার মনে হয়েছিল, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। মুসলিমদের ইমান নিয়ে চলা কঠিন হয়ে যাবে। জেলে বসে মনে হয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে মুসলিমদের ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে।
তিনি বলেন, আজ ওই ঐক্য গঠনে নেতৃত্ব দেবে আলেম সমাজ। যদি আলেম সমাজের ঐক্য গড়া যায়, তাহলেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। অন্যথায় বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। জেলে থেকে বের হয়ে প্রতিজ্ঞা করলাম, প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আলেমদের আমি ঐক্যবদ্ধ করবোই। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর, এদের মধ্যে ঐক্য করার জন্য আমি কাজ করেছি।
মাহমুদুর রহমান বলেন, দীর্ঘ আন্দোলন, সর্বশেষ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এখন স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আপনাদের (আলেম) ঐক্যের কারণে। হেফাজতে ইসলাম যদি প্রতিষ্ঠা না হতো, আজ বাংলাদেশ ভারতের প্রভাবমুক্ত হতে পারতো না। ইসলামি ঐক্য বাংলাদেশের তরুণ সমাজকে উৎসাহ দিয়েছে। আন্দোলনের স্পিরিট পেয়েছে এই ঐক্য থেকে। শেখ হাসিনাকে হটাতে শতাধিক মাদ্রাসাছাত্র শহীদ হয়েছেন।