ঢাকামঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকা থেকে ভুয়া দুই এনএসআই আটক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২১, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকা থেকে এনএসআই পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কোতোয়ালির লালদিঘী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক দুই ব্যক্তি ডিবি পুলিশ ও এনএসআই পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল বলে জানায় পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ওয়াকি-টকি ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আটক দুজন হলেন- খুলশীর সেগুনবাগান এলাকার মো. জুম্মান ও মো. ফিরোজ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ডিবি পুলিশ ও এনএসআই পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।