ঢাকামঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৈবিছাআ চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সাথে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২০, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নগরীর সার্কিট হাউজে রবিবার (১৯ জানুয়ারি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিগণ প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন। আলোচনায় উঠে আসে আন্দোলন চলাকালীন সময় যেসব ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেগুলোর নিষ্পত্তি কেন এখনো হয়নি।

প্রধান বিচারপতি আশ্বাস দেন যে, খুব শিগগিরই মামলাগুলোর নিষ্পত্তি করা হবে, যাতে ছাত্রদের আর আদালতের বারান্দায় ঘুরতে না হয়। একই সঙ্গে তিনি দেশ সংস্কারে ছাত্রদের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

আদনান বিন আনাম জানান, তিনি হাটহাজারী কলেজের আন্দোলনকারী এবং আন্দোলনের সময় কারা নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো সুরাহা না হওয়ায় তিনি ছাত্র প্রতিনিধিদের সহায়তা চান। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি খলিলুর রহমান মুজাহিদের নেতৃত্বে একটি দল প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে বিষয়টি উপস্থাপন করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সমন্বয়ক খলিলুর রহমান মুজাহিদ, চৌধুরী সিয়াম এলাহী, ছাত্র প্রতিনিধি হোসাইন মাসুম, আদনান বিন আনাম, মামুন ও সজীব প্রমুখ।