চট্টগ্রাম সিটি কর্পোরেশন মালিকানাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ড গঠন করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পদাধিকার বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে চেয়ারম্যান করে মোট নয় সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে।
এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তাঁর পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে এক আদেশের মাধ্যমে এসব জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখছানা বেগম।
এতে বলা হয়েছে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নয় সদস্যের সমন্বয়ে বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়।
ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন- সদ্য সাবেক চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক সচিব, চসিকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, চসিকের দুইজন প্যানেল মেয়র এবং চসিকের হিসাব ও নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।
এর আগে, গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদ পূরণের জন্য মোট নয়জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
তারও আগে গত ৭ ডিসেম্বর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অনুপম সেনসহ কোষাধ্যক্ষ ও প্রক্টর পদত্যাগ করেন।
প্রসঙ্গত, ২০০২ সালে ভর্তি কার্যক্রম শুরু করা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অন্তত ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।