ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৬, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

 

বাবরের মুক্তিকে কেন্দ্র করে সকাল থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। হাজারো নেতা-কর্মী তার মুক্তির খবর শুনে সেখানে জড়ো হন। কারাগার থেকে বেরিয়ে বাবর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং দলীয় নেতাদের সঙ্গে দেখা করেন।

 

উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়া লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি সব মামলায় খালাস পান, যার ফলে ১৭ বছর পর তার কারামুক্তির পথ সুগম হয়।

 

বাবরের মুক্তির পর তার পারিবারিক ও দলীয় মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপি নেতারা একে “গণতন্ত্রের বিজয়” হিসেবে অভিহিত করেছেন। তবে এ বিষয়ে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।