ঢাকাবুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আমার সঙ্গে লাগতে আইসো না সাব্বির’, সাব্বিরকে তামিমের হুমকি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৬, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ব্যাট হাতে দারুণ এক ফিফটি করলেন, দলকে জেতালেন। ম্যাচসেরার পুরষ্কারও উঠলো তার হাতে। এমন ম্যাচেও বিতর্কে জড়ালেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার সাব্বির হোসেনকে মাঠের মধ্যেই হুমকি দিয়ে বসেন তিনি।

ঘটনা বরিশালের ব্যাটিং ইনিংসের নবম ওভারের। ঢাকা লঙ্কান স্পিনার চতুরঙ্গা ডি সিলভার একটি ডেলিভারি লং অফে শট খেলে সিঙ্গেল নেন তামিম। বল ধরে সেটা আবার একটু সামনে রেখে দেন ফিল্ডার সাব্বির। রান পূর্ণ করেই সাব্বিরের দিকে তাকিয়ে তামিম বলতে থাকেন, ‘আমার সঙ্গে লাগতে আইসো না সাব্বির। আমার সঙ্গে লাগতে আইসো না।’ এরপর লেখার অযোগ্য ভাষায় গালিও দেন তামিম।

এটা শুনে ক্ষুব্ধ হওয়া সাব্বির এগিয়ে আসতে থাকেন বাউন্ডারি থেকে। তখন ঢাকার লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরা সাব্বিরকে থামিয়ে দেন। তবে মুখায়ব দেখেই বোঝা যাচ্ছিল সাব্বির মোটেও ভালোভাবে নেননি তামিমের এমন আচরণ।