ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের, দুজনকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনটিসিবি) ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে এই হামলার তদন্তের কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

বার্তায় উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবের সত্যিকারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে; বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার কোনো স্থান নেই। যারা ঐক্য, শান্তি ও আইন-শৃঙ্খলার বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে।

আগের দিন বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

২০২৫ সালের নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র বইয়ের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দটি রাখা ও বাদ দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।