ঢাকামঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা বাংলাদেশকে পাশের দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল : রিজভী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৪, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা বাংলাদেশকে পাশের দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজবী বলেন, ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের সাথে নয়। ভারতকে প্রত্যাশার চেয়ে বেশি এমন কী দেয়া হয়েছে, তা জানা দরকার বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে দেশের মানুষ উদগ্রিব বলেও মন্তব্য করেন তিনি।