ঢাকামঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিচয় মিলেছে খুলশীতে পাওয়া হাত-পা বাঁধা এবং চোখ-মুখে টেপ মোড়ানো মরদেহটির

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৩, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম শহরের খুলশী থানার ঝাউতলা এলাকা থেকে উদ্ধার করা হাত-পা বাঁধা এবং চোখ-মুখে টেপ মোড়ানো মরদেহটির পরিচয় মিলেছে। মূলত, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে নৃশংসভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়।

খুলশী থানা পুলিশ জানায়, হত্যা রহস্য পুরোপুরি উদঘাটনে কাজ শুরু হয়েছে।

এর আগে, রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে আবদুর রহিম বাবুল নামে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, খুনের শিকার আবদুর রহিম বাবুল পেশায় একজন ব্যবসায়ী এবং অটোরিকশা চালক। শহরের চকবাজার থানার দেবপাহাড় এলাকায় তিনি স্ত্রীসহ বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

পুলিশ আরো জানিয়েছে, লাশ উদ্ধারের সময় মরদেহের হাত গলার সাথে প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এছাড়া তার চোখ এবং মুখে স্ক্রচটেপ মোড়ানো ছিল। তার ডান হাতে একটি লাল রঙের হাতমোজা ছিল, বাঁ হাত ছিল খালি।

খুলশী থানার উপপরিদর্শক মো. বেলাল খান বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে আমরা তার স্ত্রীর সন্ধান পাই। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তার ব্যবসা রয়েছে বলেও শুনেছি।

তিনি বলেন, হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করবেন। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আমরা খুনিকে শনাক্তে কাজ করছি।