ঢাকামঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোনরকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনও পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না : ভারতের সেনাপ্রধান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৩, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, আমরা প্রতিবেশী, আমাদের একইসঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে কোনরকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনও পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শুরু থেকেই তিনি বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্ন নেন। নানাজন নানা বিষয়ে প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে ইন্ডিয়া টুডে’র এক সাংবাদিক চলমান বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সেনাপ্রধানের বক্তব্য জানতে চান।

উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথেই থাকতে হবে। একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।

ভারতীয় সেনাপ্রধান জানান, বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, তখনও পড়শি দেশের সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা সেরকমই আছে।

ড. ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে কোনওরকম বিরূপ পদক্ষেপ করা হয়নি বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান।

দু’দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তাদের সময়ে নয়। তবে, দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ‘ওয়েল অ্যান্ড পারফেক্ট’ বলে মন্তব্য করেন।

সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা সেরকমই আছে। একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান।