ঢাকারবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস নেই হালিশহরে, লাইনে ফাটল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১১, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে হালিশহর বড়পুল এলাকায় কে এম টাওয়ারের পাশে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় ভেকুর আঘাতে গ্যাস সরবরাহের মূল সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বিতরণকারী সংস্থা কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। ক্ষতিগ্রস্ত সরবরাহ লাইনের মেরামতকাজ চলছিল

কেজিডিসিএল বলছে, খালের পানি, কাদামাটি ও গভীরতার কারণে কাজের ব্যাঘাত ঘটছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান শনিবার সন্ধ্যায় বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে আমাদের গ্যাস সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, পাইপ ফেটে গেছে। মেরামতকাজ চলছে। তবে খালের পানি, কাদামাটি ও গভীরতার কারণে কাজের ব্যাঘাত ঘটছে। আশা করছি আজকের মধ্যে সারিয়ে তুলতে পারবো।’