ঢাকাবুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে হোটেল শ্রমিক নেতা ও গণসংহতি জেলা যুগ্ম-সমন্বয়ক মির্জা আবুল বশর স্মরণে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৭, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

০৫ জানুয়ারি ২৪, রবিবার সন্ধ্যা ৬টায় গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা শাখা আয়োজিত চট্টগ্রামে হোটেল শ্রমিক নেতা ও গণসংহতি জেলা যুগ্ম-সমন্বয়ক মির্জা আবুল বশর স্মরণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বি এস টাওয়ার এ-র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আয়োজনে গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা শাখা আহবায়ক হাসান মুরাদ শাহ এ-র সভাপতিত্বে ও নারীনেত্রী নুরুননেসা মুন্নী’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর আহবায়ক ডা. অপূর্ব নাথ, চট্টগ্রাম মহানগর যুগ্ম-আহবায়ক চিরন্তন চিরু, জেলা যুগ্ম-সমন্বয়ক মোহাম্মদ হারুন, জেলা যুগ্ম-সমন্বয়ক শহীদ শিমুল, চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব ইঞ্জিঃ জাহিদুল আলম আল-জাহিদ, কোতোয়ালি থানা কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কালুরঘাট শাখার সদস্য সচিব শ্রমিকনেতা এ্যাড.শাহাদাৎ হোসেন মানিক, চট্টগ্রাম হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ-র সাধারণ সম্পাদক শ্রমিকনেতা ইসহাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত আয়োজনে সদ্যপ্রয়াত শ্রমিকনেতা মির্জা আবুল বশর ভাইয়ের সাংগঠনিক কর্মমুখর জীবনের স্মরণ স্মৃতি কথা বলতে গিয়ে অনেকেই আবেগাক্রান্ত হয়ে পড়েন। তার উদ্দেশ্যে দোয়া ও স্মরণ পরবর্তীতে প্রায় একশত শ্রমিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেন।