ঢাকাশনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সিআরবিতে কার-অটোরিকশা সংঘর্ষ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৩১, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সিআরবিতে দ্রুতগতির কার অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, (চট্টমেট্রো-গ ১৩-৬১৪৫) কারটি দুর্ঘটনায় ডিভাইডারের উপর উঠে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক বেশি স্পিড ছিলো কারটির, হুট করে অটোরিকশা চলে আসায় গাড়ি নিয়ন্ত্রণ হারায়।

এ বিষয়ে কোতোয়ালী থানার এএসআই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। আমরা আসার আগেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপতালে পাঠিয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।